
ঝিনাইদহে বেতন বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালসহ জেলার সব সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়।
১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশ নেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ সময় সংগঠনের সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমাধারীদের মধ্যে বেতন বৈষম্য রয়ে গেছে। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডে সুবিধা পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি এখনো পূরণ করা হয়নি। দ্রুত তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তারা।
কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকে ফার্মেসি ও প্যাথলজি বিভাগের সামনে লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায় রোগী ও স্বজনদের।
জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালগুলোতে একই সময়ে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।