1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৫ শ্রমিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৫ শ্রমিক

মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও ড্রেজার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে কমপক্ষে ৫ ড্রেজার শ্রমিক আহত হন এবং একটি ড্রেজারে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে মো. মোস্তফা (৫৫) কে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. সাইফুর (৪০) সহ বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, ইজারাপ্রাপ্ত বালু মহাল ভাসানচর মৌজায় ইজারা হলেও, ইজারাদারের লোকজন চরআব্দুল্লাহ মৌজায় গ্রামঘেঁষে বালু উত্তোলন শুরু করে। এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই পরিস্থিতিতে সকালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ড্রেজার বন্ধ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। একটি ড্রেজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ইজারাদার মো. মনিরুজ্জামান মনির বলেন, “আমরা প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছিলাম। হঠাৎ করে গ্রামবাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর ও ড্রেজারে আগুন দেয়।”

অন্যদিকে, চরআব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, “আমাদের জমি চরআব্দুল্লাহ মৌজায়, যেখানে তারা বালু কাটছে। আমাদের চার একর রেকর্ডীয় জমি নদীর তীরে রয়েছে। আমরা নিজেদের সম্পদ রক্ষায় প্রতিরোধ করেছি।”

চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, “গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু মহালের ড্রেজারে হামলা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। একটি ড্রেজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট