একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে বলা হয়েছিল, ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি রাজাকার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে হত্যা, লুটপাট ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছিল—একটিতে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
রায়ের বিরুদ্ধে মোবারক হোসেন আপিল করেন। আপিল বিভাগ চলতি বছরের ৮ জুলাই শুনানি শুরু করে। দীর্ঘ শুনানি শেষে ৩০ জুলাই রায়ে তাকে অভিযোগ থেকে খালাস দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল হয়ে যায়।
আইনজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যান্য মামলাতেও নজির হিসেবে ব্যবহৃত হতে পারে। মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগে আপিল বিভাগ কী যুক্তিতে তাকে খালাস দিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি বিস্তারিত জানা যাবে।