1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৫৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে ২৭ বোতল ভারতীয় মদও উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে রয়েছে ২৬ জন শিশু ও ১৮ জন নারী। তারা সবাই অবৈধভাবে ভারতের দিকে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট বিওপি এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিক যাঁদের বাড়ি ঢাকা, নড়াইল, সুনামগঞ্জ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।

এদিন সামান্তা বিওপি এলাকায় বিজিবি আরেকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “আটক প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আর আটক নারী ও শিশুদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা প্রশংসনীয়। তবে নারী ও শিশুর উপস্থিতি উদ্বেগজনক, যা মানব পাচার বা দালালচক্রের সক্রিয়তা নির্দেশ করে। এ বিষয়ে আরও সচেতনতা এবং কড়া নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট