
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক ব্যতিক্রমধর্মী ও সরাসরি জনসংযোগমূলক একটি অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিব বুধবার বিকেলে মোবারক আলী স্কুল মাঠে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সঙ্গে মুখোমুখি আলোচনা করেন।
অনুষ্ঠানে মাঠজুড়ে উৎসাহী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসাধারণ তাদের এলাকার নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, সামাজিক বাধা, প্রশাসনিক জটিলতা ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন। মাওলানা আবু তালিব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন এবং তার প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “রাজনৈতিক নেতৃত্ব জনগণের কাছে জবাবদিহি না থাকলে উন্নয়ন কখনোই বাস্তবায়নযোগ্য হয় না। তাই জনগণের মতামত ও দাবি অনুযায়ী কাজ করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
এ সময় তিনি নির্বাচিত হলে কালীগঞ্জে ১৫ দফা উন্নয়নমুখী ও সেবাভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তার অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে— স্বাস্থ্যসেবা এবং শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার, চিত্রা নদীর উন্নয়ন ও পুনঃখনন, স্বচ্ছতা, জবাবদিহি ও অভিযোগ–পরামর্শ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার ও আধুনিকায়ন, পৌর ও গ্রামীণ এলাকার জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কৃষকদের সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, নারীর ক্ষমতায়ন, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, ভাতা প্রাপ্তিতে ঘুষমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ, আত্মহত্যা প্রতিরোধে কমিউনিটি–ভিত্তিক উদ্যোগ।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি ঘুষমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়াই হবে আগামী দিনের মূল লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক পরিবেশে নতুনত্ব আনা ও জনগণের সরাসরি মতামত শোনার মাধ্যমে এ আয়োজনটি উপস্থিতদের মনে ইতিবাচক সাড়া ফেলে। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের উন্মুক্ত আলোচনা নির্বাচনের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।