জুলাই আন্দোলনের সময় সংঘটিত মামলার পলাতক আসামি শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই।
ডিবি সূত্র জানায়, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক ও আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় ডিবি ও সিরাজদিখান থানা পুলিশ তাকে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করে। মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিঞা জানান, আসামিকে সিরাজদিখান থানার মামলা নং-১১/০৪/২৫ এর গাড়ি ভাঙচুর মামলায় আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে তোলা হলে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিকুর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।