1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় ছাত্রদল নেতা আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে এলাকাবাসী সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. ন. ম. মুরাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় এই নেতার স্মরণে রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সেনহাটি স্কুল অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাকে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু এবং প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান রানা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আবেগাপ্লুত হয়ে বলেন, আ. ন. ম. মুরাদ শুধু একজন সংগঠকই নন, তিনি ছিলেন তরুণদের প্রেরণার উৎস। ছাত্র রাজনীতির মাধ্যমে তৃণমূলে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার সহজ-সরল স্বভাব, মমতা ও মানবিকতা এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

স্মরণসভায় অংশগ্রহণকারীরা জানান, মুরাদের মৃত্যুতে দিঘলিয়া একজন নিবেদিতপ্রাণ নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালো। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ তার জন্য অশ্রুসিক্ত প্রার্থনা করেন এবং আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট