1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় রিমান্ডে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নির্দেশদাতা হিসেবে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকালে দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে গত ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দুর্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় অভিযোগ করা হয়, ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছেন সাবেক সংসদ সদস্য দুর্জয় এবং তার নির্দেশেই গুলি চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরা।

এর আগে বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আর দেখা যাচ্ছিলেন না।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার আওয়ামী লীগের টিকিটে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি।

সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্জয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা করে। গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি হয়। ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট