1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

নড়াইলে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার শোকজ

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
নড়াইলে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার শোকজ

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে শোকজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ জুন) সকাল ১০টায় বাংলা দ্বিতীয় পত্রের এই পরীক্ষায় মোট ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বোর্ড নির্দেশিত ৪নং সেটের পরিবর্তে কেন্দ্র কর্তৃপক্ষ ভুলবশত ২নং সেটে পরীক্ষা গ্রহণ করে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অন্যান্য কেন্দ্রের প্রশ্নের সঙ্গে মিলিয়ে ভিন্নতা লক্ষ্য করে বিভ্রান্ত হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে কলেজ ক্যাম্পাসে উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, “ভুল সেটে পরীক্ষা নেওয়ায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। খাতা মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দায়ীদের মধ্যে ছিলেন কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাস এবং ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, যিনি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন— “পরীক্ষার্থীদের যেন কোনও ক্ষতি না হয়, তা বিবেচনায় নিয়ে ভুল সেটের প্রশ্ন অনুযায়ীই খাতা মূল্যায়ন করা হবে। তবে দায়িত্বে অবহেলার কারণে দুই কর্মকর্তাকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট