ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আবার কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত উপযুক্ত ও ধ্বংসাত্মক জবাব দেবে।” তিনি বলেন, “উরি ও পুলওয়ামা হামলার পর যেভাবে ভারত জবাব দিয়েছিল, ভবিষ্যতেও তেমনি ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার (১৩ মে) সকালে পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনকালে এই মন্তব্য করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে, ভারতের দিকে চোখ তোলার একটাই পরিণতি— ধ্বংস ও মহাবিনাশ। আমরা ঘরে ঢুকে মারি, যেমন করেছি ২০১৬ সালে উরি ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর।”
তিনি আরও বলেন, “ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী একসঙ্গে কাজ করে পাকিস্তানকে বার্তা দিয়েছে— সন্ত্রাসীদের কোনও আশ্রয় থাকবে না।”
পাকিস্তান সম্প্রতি দাবি করেছিল যে, তারা আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এটি ধ্বংস হয়েছে। তবে এনডিটিভির প্রতিবেদনে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে নরেন্দ্র মোদি আদমপুর ঘাঁটিতে অবতরণ করেন। তিনি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন এবং এক্স অ্যাকাউন্টে ছবি প্রকাশ করেন।
সেনাদের উদ্দেশ্যে মোদি বলেন, “তোমাদের সাহস, সংকল্প এবং নির্ভীকতা ভারতের গর্ব। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং শত্রুকে মনে করিয়ে দিতে হবে— এটি নতুন ভারত।”
নরেন্দ্র মোদির এই বক্তব্য ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। একই সঙ্গে এটি একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা বার্তা, যা ভারতের বর্তমান নীতির দৃঢ়তা ও প্রতিশোধের নীতিকে সামনে নিয়ে আসে।
খবর এনডিটিভি’র।