1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জীবনসঙ্গী মানেই 'সবকিছুতে নিখুঁত' হওয়ার চাপ নয় - RT BD NEWS
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ইয়াবা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড জীবনসঙ্গী মানেই ‘সবকিছুতে নিখুঁত’ হওয়ার চাপ নয় ভারত-পাকিস্তান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য চীনা রাষ্ট্রদূত পিরোজপুরে ২৫টি মোবাইল ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা, আহত ২ লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন

জীবনসঙ্গী মানেই ‘সবকিছুতে নিখুঁত’ হওয়ার চাপ নয়

সায়রা আবিদা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
জীবনসঙ্গী মানেই 'সবকিছুতে নিখুঁত' হওয়ার চাপ নয়

একজন নারী যখন আপনার জীবনসঙ্গী হন, তখন তিনি শুধু ‘স্ত্রী’ বা ‘গৃহিণী’ নয়—তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ। তারও রয়েছে স্বপ্ন, পেশা, অনুভূতি ও প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে আজও অনেকেই মনে করেন, একজন নারী যেন একযোগে অফিসের কর্মী, ঘরের গৃহিণী, পার্টির গ্ল্যামার গার্ল, মায়ের আদর্শ—সবই হবেন! এমন চাহিদা আদতে একজন মানুষের উপর অমানবিক চাপ।

কর্মজীবী নারীকে শুধু গৃহিণী ভাবা ভুল

যদি আপনি একজন কর্মজীবী নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে আপনাকে বুঝতে হবে—তারও রয়েছে ৮–১০ ঘণ্টার কর্মঘণ্টা, ক্লান্তি, মানসিক চাপ। তিনি অফিস থেকে ফিরে চা বানাবেন, জামাকাপড় গুছাবেন, শ্বশুর-শাশুড়ির দেখভাল করবেন—এমন আশাই যদি করেন, তবে সেটি অন্যায্য। তাকে সহায়তা করুন, পাশে থাকুন। তিনি আপনার সহযাত্রী—পরিচারিকা নন।

গৃহিণীর অবদান মূল্যহীন নয়

একজন গৃহিণী হয়তো অর্থ উপার্জন করেন না, কিন্তু তার অবদান অনস্বীকার্য। ঘর সামলানো, সন্তান মানুষ করা, পরিবারের যত্ন নেওয়া—এসব কোনো বেতন কাঠামোয় মাপা যায় না। তাই তার কাজকে ছোট ভাবা বা ‘কিছুই তো করেন না’ বলা অন্যায়।

স্টাইলিশ অথচ কর্মহীন নারী—জানি, বুঝেও গ্রহণ করুন

আপনি যদি এমন একজন স্টাইলিশ, ব্র্যান্ড সচেতন কিন্তু কর্মহীন নারীকে জীবনসঙ্গী করেন, তাহলে মনে রাখতে হবে তার খরচ বহন আপনাকেই করতে হবে। তারপর সেই লাইফস্টাইল নিয়ে অভিযোগ করার অধিকার আপনার নেই, কারণ এটি আপনারই পছন্দের ফল।

সাধারণ মেয়ের সাদামাটা সৌন্দর্য—সেই বাস্তবতা ভালোবাসুন

যদি আপনি এমন একজন মেয়ে বেছে নেন, যিনি সাজসজ্জা কম করেন, ত্বকে দাগ রয়েছে—তাহলে সেই বাস্তবতা নিয়েই ভালোবাসুন। অন্যদের সঙ্গে তুলনা করে তাকে ছোট করা তার আত্মবিশ্বাসে আঘাত করে।

সম্পর্ক মানে শ্রদ্ধা ও সমঝোতা

মানুষকে তার নিজের মতো করে ভালোবাসতে শেখা জরুরি। কাউকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা এক ধরণের দখলদারিত্ব। সম্পর্ক তখনই টিকে, যখন দুই পক্ষের চাহিদা, সীমাবদ্ধতা ও স্বপ্নের প্রতি থাকে সম্মান ও গ্রহণযোগ্যতা।

একজন নারী সব কিছুতেই নিখুঁত হবেন—এমন চাপ অন্যায়

একজন নারীকে একযোগে রান্নায় দক্ষ, অফিসে প্রফেশনাল, বিছানায় আকর্ষণীয়, অতিথির সামনে ভদ্র, পার্টিতে স্টাইলিশ ও সন্তানের সামনে আদর্শ মা হবার চাপ দেবেন না। এ চাপ একজন মানুষকে ভেঙে দেয়।

আপনার জীবনসঙ্গী যেই হোন না কেন—তিনি একজন ‘মানুষ’। তার পরিচয় গৃহিণী, কর্মজীবী, স্টাইলিশ কিংবা সাধারণ না হয়ে হোক—আপনার শ্রদ্ধার পাত্রী। সম্পর্কের মূলভিত্তি হলো—সহমর্মিতা, সম্মান ও ভালোবাসা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট