1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য

জীবনসঙ্গী মানেই ‘সবকিছুতে নিখুঁত’ হওয়ার চাপ নয়

সায়রা আবিদা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
জীবনসঙ্গী মানেই 'সবকিছুতে নিখুঁত' হওয়ার চাপ নয়

একজন নারী যখন আপনার জীবনসঙ্গী হন, তখন তিনি শুধু ‘স্ত্রী’ বা ‘গৃহিণী’ নয়—তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ। তারও রয়েছে স্বপ্ন, পেশা, অনুভূতি ও প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে আজও অনেকেই মনে করেন, একজন নারী যেন একযোগে অফিসের কর্মী, ঘরের গৃহিণী, পার্টির গ্ল্যামার গার্ল, মায়ের আদর্শ—সবই হবেন! এমন চাহিদা আদতে একজন মানুষের উপর অমানবিক চাপ।

কর্মজীবী নারীকে শুধু গৃহিণী ভাবা ভুল

যদি আপনি একজন কর্মজীবী নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে আপনাকে বুঝতে হবে—তারও রয়েছে ৮–১০ ঘণ্টার কর্মঘণ্টা, ক্লান্তি, মানসিক চাপ। তিনি অফিস থেকে ফিরে চা বানাবেন, জামাকাপড় গুছাবেন, শ্বশুর-শাশুড়ির দেখভাল করবেন—এমন আশাই যদি করেন, তবে সেটি অন্যায্য। তাকে সহায়তা করুন, পাশে থাকুন। তিনি আপনার সহযাত্রী—পরিচারিকা নন।

গৃহিণীর অবদান মূল্যহীন নয়

একজন গৃহিণী হয়তো অর্থ উপার্জন করেন না, কিন্তু তার অবদান অনস্বীকার্য। ঘর সামলানো, সন্তান মানুষ করা, পরিবারের যত্ন নেওয়া—এসব কোনো বেতন কাঠামোয় মাপা যায় না। তাই তার কাজকে ছোট ভাবা বা ‘কিছুই তো করেন না’ বলা অন্যায়।

স্টাইলিশ অথচ কর্মহীন নারী—জানি, বুঝেও গ্রহণ করুন

আপনি যদি এমন একজন স্টাইলিশ, ব্র্যান্ড সচেতন কিন্তু কর্মহীন নারীকে জীবনসঙ্গী করেন, তাহলে মনে রাখতে হবে তার খরচ বহন আপনাকেই করতে হবে। তারপর সেই লাইফস্টাইল নিয়ে অভিযোগ করার অধিকার আপনার নেই, কারণ এটি আপনারই পছন্দের ফল।

সাধারণ মেয়ের সাদামাটা সৌন্দর্য—সেই বাস্তবতা ভালোবাসুন

যদি আপনি এমন একজন মেয়ে বেছে নেন, যিনি সাজসজ্জা কম করেন, ত্বকে দাগ রয়েছে—তাহলে সেই বাস্তবতা নিয়েই ভালোবাসুন। অন্যদের সঙ্গে তুলনা করে তাকে ছোট করা তার আত্মবিশ্বাসে আঘাত করে।

সম্পর্ক মানে শ্রদ্ধা ও সমঝোতা

মানুষকে তার নিজের মতো করে ভালোবাসতে শেখা জরুরি। কাউকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা এক ধরণের দখলদারিত্ব। সম্পর্ক তখনই টিকে, যখন দুই পক্ষের চাহিদা, সীমাবদ্ধতা ও স্বপ্নের প্রতি থাকে সম্মান ও গ্রহণযোগ্যতা।

একজন নারী সব কিছুতেই নিখুঁত হবেন—এমন চাপ অন্যায়

একজন নারীকে একযোগে রান্নায় দক্ষ, অফিসে প্রফেশনাল, বিছানায় আকর্ষণীয়, অতিথির সামনে ভদ্র, পার্টিতে স্টাইলিশ ও সন্তানের সামনে আদর্শ মা হবার চাপ দেবেন না। এ চাপ একজন মানুষকে ভেঙে দেয়।

আপনার জীবনসঙ্গী যেই হোন না কেন—তিনি একজন ‘মানুষ’। তার পরিচয় গৃহিণী, কর্মজীবী, স্টাইলিশ কিংবা সাধারণ না হয়ে হোক—আপনার শ্রদ্ধার পাত্রী। সম্পর্কের মূলভিত্তি হলো—সহমর্মিতা, সম্মান ও ভালোবাসা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট