1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় খুলনা সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে সহিংস হামলার পর সেনা নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি, যেখানে ঘটনার পরবর্তী করণীয় ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। তিনি জানান, “রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে।”

এর আগে, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামলার পর এনসিপির শীর্ষ নেতারা এলাকাতেই অবরুদ্ধ হয়ে পড়েন।

হামলার পর দলটির নেতাদের নিরাপদে খুলনায় পৌঁছাতে সংগঠনের শত শত নেতাকর্মী শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশে রওনা দেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে যান। বিকেল ৫টার দিকে সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন এনসিপির কেন্দ্রীয় নেতারা, এরপর তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান নেন।

রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জে সংঘটিত হামলার প্রতিবাদ, পরবর্তী কর্মসূচি ও সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বাড়ছে উত্তেজনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট