1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাজউদ্দীন আহমদের সন্তানদের সাক্ষাৎ, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ঝিনাইদহে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুরে জমি বিরোধে খুন: ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ২ জন ৪০০০ কোটি বাজেটের রণবীরের ‘রামায়ণ’—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ইন্দুরকানী থানায় অতিরিক্ত ডিআইজির দ্বিবার্ষিক পরিদর্শন, পুলিশ কার্যক্রমে সন্তোষ প্রকাশ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার পর হাসপাতালে ৪ জনের লাশ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ উচ্চ মুনাফার লোভে প্রতারণা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় খুলনা সংবাদ সম্মেলন খুলনার দিঘলিয়ায় শহীদ জুলাই দিবস পালিত – শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় খুলনা সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে সহিংস হামলার পর সেনা নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি, যেখানে ঘটনার পরবর্তী করণীয় ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। তিনি জানান, “রাত ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হবে।”

এর আগে, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামলার পর এনসিপির শীর্ষ নেতারা এলাকাতেই অবরুদ্ধ হয়ে পড়েন।

হামলার পর দলটির নেতাদের নিরাপদে খুলনায় পৌঁছাতে সংগঠনের শত শত নেতাকর্মী শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশে রওনা দেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে যান। বিকেল ৫টার দিকে সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন এনসিপির কেন্দ্রীয় নেতারা, এরপর তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান নেন।

রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জে সংঘটিত হামলার প্রতিবাদ, পরবর্তী কর্মসূচি ও সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বাড়ছে উত্তেজনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট