আ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নুরুল হক নুরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নুরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জনগণের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সম্প্রতি তাদের কর্মকাণ্ডে সেই পুরোনো ইতিহাসই উন্মোচিত হয়েছে। তাই তাদের নিষিদ্ধ ঘোষণার দাবির বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”
এর আগে সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন এ্যাটর্নি জেনারেল। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।
এই কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়কে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।