1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৈষম্যবিরোধী মামলায় কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া - RT BD NEWS
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিংয়ের উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি ইশরাককে শপথ না করালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির বৈষম্যবিরোধী মামলায় কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক বিভাগ আগস্টে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি আটক দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে রূপান্তরের ইন্টারেক্টিভ ডায়ালগ ভারতের আমদানি বিধিনিষেধ নিয়ে মুখ খুললেন বাণিজ্য উপদেষ্টা ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির মামলায় ৫৪৫২ দিন পর আপিলে দুদক ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে মামলা হওয়ায় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিনেত্রী নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালীন নাহার।

এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার সকাল ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয় নুসরাত ফারিয়াকে। শুনানির সময় তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তিনি চুপচাপ ছিলেন এবং মাঝে মাঝে চোখ মুছতে দেখা যায়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে নুসরাত ফারিয়াকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দেন এবং তাকে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করেন।

এই মামলার পটভূমিতে জানা যায়, ঢাকার ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করে অর্থ যোগান দিয়েছেন।

এ মামলার অভিযোগে নুসরাত ফারিয়াকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ সহায়তা করেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট