1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
শৈলকুপায় অজ্ঞান পার্টির হানা, তিনটি বাড়িতে লুটপাট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে বুধবার (১৪ মে) গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা হানা দেয়। এক রাতেই তিনটি বাড়িতে অভিযান চালিয়ে তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী গফুর মোল্লা জানান, রাতের কোনো এক সময় তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন। সকালে জ্ঞান ফিরলে ঘরের সব কিছু এলোমেলো দেখতে পান এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।

তিনি জানান, দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, জমির দলিল ও ব্যাংকের চেকবই নিয়ে গেছে।

একই রাতে অজ্ঞান পার্টি প্রতিবেশী মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতেও হানা দেয়। সেখান থেকে তারা ১ ভরি স্বর্ণের গহনা ও ২ ভরি রুপার গহনা লুট করে। এছাড়াও আরও এক প্রতিবেশীর বাড়ি থেকে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

ভাটই পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অজ্ঞান পার্টির সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

স্থানীয়রা জানান, এর আগেও শৈলকুপা এলাকায় একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

গ্রামবাসীরা দ্রুত এই ধরনের অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট