1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট মাসুদুর রহমান মেধা বৃত্তি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট মাসুদুর রহমান মেধা বৃত্তি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ১ম সেমিস্টারের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৫ জন শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং এককালীন নগদ অর্থ তুলে দেন।

মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন। এই বৃত্তি প্রদান করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “নবপ্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি চালু করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি সকল শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “যারা এইবার বৃত্তি পায়নি, তারা যেন হতাশ না হয়ে আরও আন্তরিকতার সঙ্গে অধ্যয়ন করে ভবিষ্যতে সাফল্য অর্জন করে। আর যারা পেয়েছে, তারা যেন এই ধারাবাহিকতা ধরে রাখে।” পাশাপাশি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও মেধাবৃত্তি চালুর আহ্বান জানান এবং অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান। বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং প্রভাষক রেহানা আক্তার তামীম। বক্তারা বৃত্তি প্রদানে পৃষ্ঠপোষকতার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার এবং এই উদ্যোগ গ্রহণের জন্য ড. মুছা খানকে ধন্যবাদ জানান।

ড. মুছা খান বলেন, “আজকের আয়োজনটি পরিসংখ্যান বিভাগের প্রথম ব্যাচের জন্য একটি স্মরণীয় ঘটনা। এটি শুধু সম্মানজনক নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, যারা আজ বৃত্তি পেয়েছে তারা একদিন দেশ ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়াবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট