1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় ওয়ারলেস অপারেটর পুলিশ সদস্য আনিসুর রহমান নিহত হয়েছেন। পালিয়ে যাওয়া ট্রাক শনাক্তে তদন্ত ও অভিযান শুরু করেছে পুলিশ।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পথে এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আনিসুর রহমান প্রতিদিনের মতো সকালেই মহেশপুরে ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটির উদ্দেশে রওনা দেন। তালমিল এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনিস চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে কোটচাঁদপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন—
“দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করতে অভিযান চলছে।”

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও রাস্তার চিহ্ন দেখে ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।

পুলিশ সদস্য আনিসুর রহমানের অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোক নেমে এসেছে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট