
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকাবাসীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের প্রত্যেকের আন্তরিকভাবে দোয়া করা উচিত, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন।”
তিনি আরও বলেন, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্রের জন্য দৃঢ়চেতা ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতি তাঁর এই আত্মত্যাগ ও অঙ্গীকার নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে থাকবে। তাই সকলের উচিত তাঁর সুস্থতা কামনায় সদা দোয়া করা এবং মানবিক পাশে থাকা।
দোয়া মাহফিল শুরুর আগে এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়, যা মানবিক উদ্যোগ হিসেবে উপস্থিতদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরাজ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। গোটা অনুষ্ঠানে ছিল আধ্যাত্মিক আবহ, যা মানবিক ঐক্য ও রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে।