
বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় খুলনার দিঘলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি সুস্থ হয়ে আবারো দেশের সেবায় নিয়োজিত হতে পারেন—এ জন্য দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে দেশের শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন স্টার ২ নং গেট বাজার মসজিদের পেশ ইমাম মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেলসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির উদ্দিন বিপ্লব।
এ ছাড়া ঢাকা মুগদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজনরা দোয়া মাহফিলে অংশ নেন।