শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় বাগেরহাটের রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমি আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে রামপালের মালিডাঙ্গা বালুর মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বক্তব্যে তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিকে দেশের অর্থনীতির ভিত্তিতে পরিণত করেছিলেন। তিনি নিজেকে একজন কৃষক বলেই পরিচয় দিতে গর্ববোধ করতেন। তার পথ অনুসরণ করে তারেক রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখায় কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলে লবণাক্ত পানির কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এ বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় প্রতিটি কৃষকের হাতে ১০ কেজি করে উন্নত জাতের আমন ধানের বীজ তুলে দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি আমন ধানের উৎপাদন বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।