গত অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে নতুন গতি এনেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এর মধ্যে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে—মোট ৪৭৩ কোটি ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড।
আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, যেখান থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪২৬ কোটি ডলার। তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪১৬ কোটি ডলার। এছাড়া রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, শুধু জুন মাসেই সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি ভাষাগত প্রশিক্ষণ দিলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তার মতে, অধিক সংখ্যক কর্মী না পাঠিয়েও বর্তমান প্রবাসী কর্মীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে রেমিটেন্স প্রবাহ ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ধারাবাহিক রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।