1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ঈদে প্রবাসী আয় বৃদ্ধি, ডলার সংকট কাটছে: ১১ মাসে ২৮ বিলিয়ন ডলার

২০২৫ সালের জুলাই মাসের প্রথম ৩০ দিনেই দেশে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৯ লাখ ডলার করে এ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এতে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।” অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

তিনি আরও জানান, শুধু গত ৩০ জুলাই একদিনেই দেশে এসেছে ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের মধ্যে দৈনিক হিসেবে অন্যতম সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক। কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করায় এ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি বছরের বাকি মাসগুলোতেও প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকবে এবং বৈদেশিক খাত আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট