1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল অপসারণে স্থানীয়দের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল পড়ে দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের দাবি—দ্রুত অপসারণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে সারি সারি দাঁড়িয়ে থাকা শতবর্ষী রেইনট্রি ও কড়াই গাছ এখন এলাকাবাসীর জন্য ব্যাপক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছের মোটা মোটা শাখা-প্রশাখা শুকিয়ে ঝুলে আছে, যা সামান্য ঝড়ো হাওয়াতেই ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বহু রেইনট্রি গাছের শুকনো ও ভারী ডাল যেকোনো মুহূর্তে পড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত মানুষ, মোটরসাইকেল, পিকআপ ও যাত্রীবাহী যানবাহন এই গাছগুলোর নিচ দিয়ে চলাচল করে। ফলে প্রতিনিয়তই আতঙ্কে থাকতে হয় সাধারণ মানুষের।

স্থানীয় চাউল ব্যবসায়ী অমিত কুমার মুখার্জি বলেন, “অনেকদিন ধরেই রাস্তার পাশের গাছগুলোর ডাল শুকিয়ে ঝুলে আছে। আমরা প্রতিদিন এই পথেই চলাচল করি। কখন কোন শুকনা ডাল মাথার ওপর ভেঙে পড়ে—এই ভয় নিয়ে চলতে হয়। কয়েক বছর আগে নতুন বাজার এলাকায় একটি শুকনো ডাল পড়ে পল্লী বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর গর্ভবতী স্ত্রী মারা গিয়েছিলেন। আবার যেন এমন ঘটনা না ঘটে, দ্রুত শুকনা ডালগুলো কাটতেই হবে।”

এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কের পাশের গাছের শুকনো ডালপালা মানুষের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে। খুব শিগগিরই ঝুঁকিপূর্ণ ডাল কাটার কাজ শুরু হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে। সড়কের গাছগুলো পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট