1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সাংবাদিক এস এম শামীমের সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের বিবৃতি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
সাংবাদিক এস এম শামীমের সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের বিবৃতি

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সম্মানিত কার্যকরী সদস্য সাংবাদিক এস এম শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে খুলনার ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিশিষ্ট চিকিৎসক ডা. মেহেদী নেওয়াজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এ প্রসঙ্গে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিবসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ বিবৃতিতে একযোগে তার সুস্থতা কামনা করেন।

এছাড়া নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, সদস্যবৃন্দ আরিফুল ইসলাম হাসান, মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, শেখ রুবেলসহ বহু সদস্য বিবৃতিতে অংশ নেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এস এম শামীম একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। তার দ্রুত সুস্থতা কামনায় তারা সমাজের সকল মানুষের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। তারা আশাবাদী, আল্লাহর রহমতে এস এম শামীম দ্রুত সুস্থ হয়ে আবার সাংবাদিকতা পেশায় ফিরে আসবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট