1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ জাতীয় পেশাজীবী কনভেনশন ২০২৫: প্রচার উপ-কমিটির আহ্বায়ক হলেন কৃষিবিদ শামীমুর রহমান উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

দেশে আগামী নভেম্বর মাস পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, মালয়েশিয়ায় সারের দাম বেড়ে যাওয়ায় সরকার বিকল্প দেশ থেকে সার আমদানির উদ্যোগ নিচ্ছে।

সোমবার (২১ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যেন কোনো ধরনের দুর্ভোগ না হয়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।”

তিনি আরও জানান, সারের ডিলারশিপ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনিয়ম বা কারসাজিতে যুক্ত থাকে, তাদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলারশিপ নীতিমালায় এমন পরিবর্তন আনা হচ্ছে যাতে কৃষকদের স্বার্থ সর্বোচ্চভাবে সুরক্ষিত থাকে।

আলুর দরপতন প্রসঙ্গে তিনি বলেন, “এই বছর আলুর ন্যায্য দাম পাননি কৃষকরা। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকার সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে।”

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে এবং প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকারের এসব পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট