ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে একটি পরিবারকে চলাচলের রাস্তা থেকে বঞ্চিত করে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মানিক নামের এক স্থানীয় ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ভাদু মন্ডলের ছেলে মানিক তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে মাহমুদা খাতুনের বাড়ির মূল চলাচলের পথ লোহার পিলার ও তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে পরিবারটি কার্যত গৃহবন্দি হয়ে পড়ে।
ভুক্তভোগী মাহমুদা খাতুন জানান, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সালিশ হলেও মানিক তা মানেনি। মীমাংসার চেষ্টার মাঝেই সে আমাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। বাধা দিলে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে।”
পরিবারটির সদস্যরা আরও জানান, চলাচলের পথ বন্ধ থাকায় স্কুল, কলেজ, হাসপাতাল—সব স্থানে যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুদের স্কুলে পাঠানো, রোগী হাসপাতালে নেওয়া, এমনকি বাজারে যাওয়াও সম্ভব হচ্ছে না।
মাহমুদা খাতুন এ বিষয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় সেনা ক্যাম্পেও একটি অভিযোগ করেছেন। পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মানিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসীর মতে, মানিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে ভয়ভীতি ও দাপট চালিয়ে যাচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তা বন্ধ করে গৃহবন্দি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”