1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, প্রভাবশালীর দখলে পরিবারের চলাচলের রাস্তা, গৃহবন্দি অবস্থা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, পরিবারের রাস্তা দখল করে গৃহবন্দি করে রাখার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে একটি পরিবারকে চলাচলের রাস্তা থেকে বঞ্চিত করে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মানিক নামের এক স্থানীয় ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ভাদু মন্ডলের ছেলে মানিক তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে মাহমুদা খাতুনের বাড়ির মূল চলাচলের পথ লোহার পিলার ও তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে পরিবারটি কার্যত গৃহবন্দি হয়ে পড়ে।

ভুক্তভোগী মাহমুদা খাতুন জানান, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সালিশ হলেও মানিক তা মানেনি। মীমাংসার চেষ্টার মাঝেই সে আমাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। বাধা দিলে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে।”

পরিবারটির সদস্যরা আরও জানান, চলাচলের পথ বন্ধ থাকায় স্কুল, কলেজ, হাসপাতাল—সব স্থানে যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুদের স্কুলে পাঠানো, রোগী হাসপাতালে নেওয়া, এমনকি বাজারে যাওয়াও সম্ভব হচ্ছে না।

মাহমুদা খাতুন এ বিষয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় সেনা ক্যাম্পেও একটি অভিযোগ করেছেন। পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ঘটনার পর অভিযুক্ত মানিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসীর মতে, মানিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে ভয়ভীতি ও দাপট চালিয়ে যাচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তা বন্ধ করে গৃহবন্দি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট