ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বড়দাহ মাদ্রাসা এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। সে গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল জিসান। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, “মরদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।”
স্থানীয়রা জানান, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাবে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।