1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে চলছে ইলিশ শিকার নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পিরোজপুর-১ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রতারণার অভিযোগে অভিযুক্ত শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদ হোসেন সোনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন—কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এরশাদ হোসেন সোনা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৮ অক্টোবর) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত রায়কে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এরশাদ হোসেন সোনা। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হানি জানান, “বুধবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের সামনে দিয়ে পাওয়ার টিলারে ইট পরিবহন করছিলেন এরশাদ হোসেন। টিলারের বিকট শব্দে পাঠদান ব্যাহত হচ্ছিল। আমি বিষয়টি বন্ধ করতে অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হন। পরে সহকারী শিক্ষক সুব্রত রায় এগিয়ে এলে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেন।”

সহকারী শিক্ষক সুব্রত রায়কে পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় অভিযুক্ত এরশাদ হোসেন সোনা বলেন, “শিক্ষক পেটানোর অভিযোগ সত্য নয়। শুধু ধাক্কাধাক্কি হয়েছিল। তবে আমাকে সাময়িকভাবে অব্যাহতির বিষয়টি জেনেছি।”

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব জানায়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এরশাদ হোসেন সোনাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয়রা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ন্যক্কারজনক ঘটনার কঠোর বিচার হওয়া উচিত। ঘটনাটি ইতোমধ্যে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট