1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজা যুদ্ধ-পরবর্তী নেতৃত্ব নিতে চায় সৌদি আরব নেছারাবাদের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা গ্রেফতার কাভা কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের পিরোজপুরে বিএনপি নেতার দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিদেশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক সাবেক এমপি রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির তথ্য দিতে হবে শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
সাতক্ষীরার শ্যামনগরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নিজের জমিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান।

সাতক্ষীরার শ্যামনগরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান (৫২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রথীন রপ্তান ওই গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রথীন রপ্তান তার ঘেরে বিভিন্ন সবজি চাষ করতেন। সাম্প্রতিক সময়ে ইঁদুরের উপদ্রবে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে তিনি ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজের খেত পরিদর্শনে যান। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন, “সন্ধ্যার পর থেকে রথীন রপ্তানকে বাড়িতে না দেখে তার স্ত্রী খুঁজতে বের হন। পরে ঘেরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, ফসলক্ষেতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।”

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জানিয়েছে, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রথীন রপ্তান। তার মৃত্যুতে পরিবার এখন দিশেহারা অবস্থায় রয়েছে।

স্থানীয়রা বলছেন, গ্রামীণ এলাকায় ইঁদুর বা ফসল রক্ষায় এভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা কৃষকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট