ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ৭১-এর রণাঙ্গনের সম্মুখযোদ্ধা হেলাল উদ্দিন সর্দার (৭৫) ইন্তেকাল করেছেন। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম হেলাল উদ্দিন সর্দারের বাড়ি কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি সম্মুখযোদ্ধা হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় সবসময় সক্রিয় ছিলেন। জীবদ্দশায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযোদ্ধা সমাজে সম্মানিত হয়েছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রোববার সন্ধ্যার আগে মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। সোমবার সকাল ১১টায় ফয়লা গ্রামের বটতলায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।