1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে দ্রুততম ১৪ ওভার ২ বলে ২৪৪ রানের রেকর্ড গড়লো বুলগেরিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ২০০ রান তাড়ার রেকর্ড গড়লো বুলগেরিয়া

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো ইউরোপের দল বুলগেরিয়া। মাত্র ১৪ ওভার ২ বলেই ২৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ক্রিকেটবিশ্বে নজিরবিহীন রেকর্ড করেছে দলটি। এই জয়ের মাধ্যমে তারা গড়েছে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ২০০ বা তার বেশি রান তাড়া করার বিশ্বরেকর্ড।

বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২, যা এই ফরম্যাটে এত বড় লক্ষ্য তাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী উইজডেন। এর আগে এই রেকর্ড ছিল সার্বিয়ার দখলে, যারা ১৪.১ ওভারে ২০০-এর বেশি রান তাড়া করেছিল স্লোভেনিয়ার বিপক্ষে।

এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়, চলমান ত্রিদেশীয় সিরিজে, যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক বুলগেরিয়া, জিব্রাল্টার ও তুরস্ক।

প্রথমে ব্যাট করতে নেমে জিব্রাল্টার ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪৩ রান। তাদের ইনিংসে ওপেনার ফিলিপ রাইকিস ৩৩ বলে ৭৩ এবং অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বুলগেরিয়ার পক্ষে জ্যাকব গুল নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে স্বাগতিক বুলগেরিয়া। ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ প্রথম ৪.২ ওভারেই তুলেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউট হলেও জারু ও মিলান গোগেভ চালিয়ে যান ঝড়ো ব্যাটিং। জারু করেন ২৪ বলে ৬৯ রান, গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির মাত্র ২১ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাত্র ১৪.২ ওভারে।

এই ম্যাচে দুই দল মিলে মাত্র ২০৯ বল খেলেই সংগ্রহ করে ৪৬৫ রান, যেখানে গড় স্ট্রাইকরেট ছিল ২২২.৪৮— যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যতম রেকর্ড। এই উচ্চ স্ট্রাইকরেটের চেয়ে বেশি স্ট্রাইকরেট দেখা গেছে মাত্র তিনটি ম্যাচে, তবে সেসব ম্যাচে মোট রান ছিল ১৫০ এর নিচে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি শুধু বুলগেরিয়ার নয়, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রান তাড়া হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট