শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। শুরুটা ভালো করেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় টাইগাররা হেরে যায় ৭৭ রানে। যদিও ওপেনার তানজিদ হাসান তামিম দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন, তবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি।
শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, “আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। যদি সেটা করতে পারতাম তাহলে বলতে পারতাম হ্যাঁ, আমি দলের জন্য ভালো খেলেছি।”
তিনি আরও বলেন, “আমি আর শান্ত ভাই খুব ভালো একটা জুটি গড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সেই জুটি ভেঙে যায়। ওরা অসাধারণ একটা ক্যাচ নিয়েছে, ভালো রান আউটও করেছে। আমার মনে হয় এটা ম্যাচের বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। যদি আরও ৩০-৪০ রানের একটা পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে ম্যাচটা সহজ হতো।”
তানজিদ তামিম জানান, তিনি প্রতিটি ম্যাচে দলের জন্য অবদান রাখতে চান। তার ভাষায়, “ব্যক্তিগত লক্ষ্য সবসময় থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং দলের প্রয়োজনীয় সময়ে অবদান রাখার। যেটা গত ম্যাচে করতে পারিনি, চেষ্টা থাকবে পরের ম্যাচে সেটা পুষিয়ে দেওয়ার।”
এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের তরুণ ওপেনার নিজেকে নিয়ে যতটা সচেতন, ঠিক ততটাই মনোযোগী দলের চাহিদা পূরণে। দ্বিতীয় ম্যাচে তামিম কেমন পারফর্ম করেন, সে দিকেই তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা।