1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশি প্রেমিকের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির কালীগঞ্জে রাতে দুর্বৃত্তদের কাটা ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ, পথে বসেছেন কৃষক ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত, বরিশালেই অর্ধেকের বেশি রোগী হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জন নিহত, নিখোঁজ অন্তত ৪০ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও নিজেকে দায়ী মনে করছেন তানজিদ তামিম পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মাসুদ সাঈদী হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নাম লেখালেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশ নারী ফুটবল দলের “মেসি” ঋতুপর্ণা

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও নিজেকে দায়ী মনে করছেন তানজিদ তামিম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
তানজিদ-তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। শুরুটা ভালো করেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় টাইগাররা হেরে যায় ৭৭ রানে। যদিও ওপেনার তানজিদ হাসান তামিম দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন, তবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি।

শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, “আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। যদি সেটা করতে পারতাম তাহলে বলতে পারতাম হ্যাঁ, আমি দলের জন্য ভালো খেলেছি।”

তিনি আরও বলেন, “আমি আর শান্ত ভাই খুব ভালো একটা জুটি গড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সেই জুটি ভেঙে যায়। ওরা অসাধারণ একটা ক্যাচ নিয়েছে, ভালো রান আউটও করেছে। আমার মনে হয় এটা ম্যাচের বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। যদি আরও ৩০-৪০ রানের একটা পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে ম্যাচটা সহজ হতো।”

তানজিদ তামিম জানান, তিনি প্রতিটি ম্যাচে দলের জন্য অবদান রাখতে চান। তার ভাষায়, “ব্যক্তিগত লক্ষ্য সবসময় থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং দলের প্রয়োজনীয় সময়ে অবদান রাখার। যেটা গত ম্যাচে করতে পারিনি, চেষ্টা থাকবে পরের ম্যাচে সেটা পুষিয়ে দেওয়ার।”

এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের তরুণ ওপেনার নিজেকে নিয়ে যতটা সচেতন, ঠিক ততটাই মনোযোগী দলের চাহিদা পূরণে। দ্বিতীয় ম্যাচে তামিম কেমন পারফর্ম করেন, সে দিকেই তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট