মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরবি ইসলাম (৮) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনিবাড়ী স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরবি ইসলাম স্থানীয় বেতকা আদর্শ মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী এস এস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা বাসটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এসময় বেতকা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটিকে স্থানীয়রা খাদে ফেলে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সড়ক দুর্ঘটনায় একটি অকালপ্রাণ হারানোয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।