
ঝিনাইদহে এক আদিবাসী যুবককে অতর্কিত হামলার মাধ্যমে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সদর উপজেলার হরিপুর গ্রামের হুমোদরপুর বিলে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম সুফল বিশ্বাস (৩৫); তিনি সদর উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা এবং বিষ্ণু বিশ্বাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সুফল বিশ্বাস মাছ ধরতে হুমোদরপুর বিলে গেলে হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আহতের বাবা বিষ্ণু বিশ্বাস। তিনি জানান, কোনো পূর্ববিরোধ ছাড়াই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
অন্যদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।