ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শুরু করার পর এবার তারা হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। শনিবার (২৭ জুলাই) হারারেতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৯১ রানে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ দল। ওপেনার জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটি ছিল এই স্কোরের পেছনে মূল চালিকাশক্তি। আবরার খেলেন ৮৩ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ১২টি চার ও একটি ছক্কা। অধিনায়ক আজিজুল হাকিম করেন ৩৪ রান। শেষদিকে আবদুল্লাহ ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করে দলের রান আড়াইশ ছাড়াতে সাহায্য করেন।
বল হাতে আবারও আলো ছড়ান আগের ম্যাচের নায়ক সামিউন বশির। ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। তার সঙ্গে সমানভাবে অবদান রাখেন আল ফাহাদ ও আজিজুল হাকিম, দুজনেই নেন ২টি করে উইকেট।
জিম্বাবুয়ে ইনিংসের শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। এক পর্যায়ে তারা ছিল ১ উইকেটে ৯৮ রানে, তবে শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায়। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গারা একমাত্র ব্যাটার যিনি কিছুটা প্রতিরোধ গড়েন, তিনি ৭২ বলে ৫৩ রান করেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে তাদের ধারাবাহিক পারফরম্যান্স আগামী ম্যাচগুলোতেও আশা জাগাচ্ছে।