1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন শহীদ নুর আলী কলেজ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এ টুর্নামেন্টে ফাইনালে এমইউ কলেজকে ১-০ গোলে পরাজিত করে শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সকাল ১০টায় কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উষার উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর উদ্বোধনী ম্যাচের সূচনা করেন।

উষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিচালনায় ও ইউনিভার্সিটি স্টুডেন্ট উষার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট চারটি কলেজের দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে আনোয়ার মকলেজ কলেজকে ২-০ গোলে হারিয়ে শহীদ নুর আলী কলেজ জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে সরকারি এমইউ কলেজ ট্রাইব্রেকারে ৪-১ গোলে আবুবকর মকছেদ আলী কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ নুর আলী কলেজ ফুটবল দল ১-০ গোলে এমইউ কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। বিজয়ী দলের খেলোয়াড় আল জাসির টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক, মোমেনুল হক ও মারুফ হোসেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন, নেপালে সাফ গেমসের স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার আল জাসির, যাদেরকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকা-কে মেডেল প্রদান করা হয়।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী, উষা কেন্দ্রীয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদ, ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মন্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা, ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্টাচার্য্য, আসাদুজ্জামান মুকুল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

খেলার পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শক ও সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট