
ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি ব্যাট হাতে তৈরি করেছেন তোলপাড়। শুক্রবার (১৪ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দেন ক্রিকেটবিশ্বকে।
দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বৈভব তুলে ধরেন টি–টোয়েন্টির অন্যতম বিধ্বংসী ইনিংস। মাত্র ৪২ বলে ১৪৪ রান করেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। শুরুতে ১৬ বলে ফিফটি করে, পরের ১৬ বলেই পৌঁছে যান সেঞ্চুরিতে। তার এই সেঞ্চুরি ভারতের ছেলেদের ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।
এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেল। ২০১৮ সালে রিশভ পন্থও ৩২ বলে পৌঁছেছিলেন তিন অঙ্কে। এবার সেই তালিকায় যোগ হলো বৈভবের নাম।
তার ব্যাটিং তাণ্ডবে ভারত ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে, যা যুব পর্যায়ে টি–টোয়েন্টিতে অন্যতম সর্বোচ্চ স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ভারত ‘এ’ দল ম্যাচ জিতে নেয় বিশাল ১৪৮ রানের ব্যবধানে।
এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছে আজ। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল। আর প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।