
খুলনার দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ শাহিন মিয়া (২৯) নামে ওই আসামিকে আটক করা হয়।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম–এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার গোয়ালপাড়া এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি গোয়ালপাড়া এলাকার মোঃ আলী হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
স্থানীয়রা পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের দমন করা গেলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
দিঘলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী, অস্ত্রধারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হবে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নিরাপদ দিঘলিয়া গড়তে যা কিছু প্রয়োজন, থানা পুলিশ তা বাস্তবায়ন করবে।”