1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম ইব্রাহীম খলীল ইন্তেকাল ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত জামালপুর বিএডিসিতে ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, মনিরের বিরুদ্ধে তদন্ত দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীবের পদত্যাগ উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তিনি রেলগেটের পাশে ঘুরছিলেন। ট্রেন আসার সময় অসাবধানতাবশত লাইনের ওপর উঠে পড়লে মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। স্থানীয়দের ধারণা, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।

রেললাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, “ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। মনে হচ্ছিল, তিনি মানসিকভাবে অসুস্থ।”

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, “ট্রেনের চালকের কাছ থেকে খবর পাই যে বাবরা রেলগেট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়েছেন। পরে লোকজন পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে জনসমাগম ঘটে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট