
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে মহিলাদলের নির্বাচনী উঠান বৈঠক। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর মহিলাদলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের মহিলাদল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু পৌর মহিলা দলের সভাপতি রেহেনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম মজিদ। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ নির্বাচনে মহিলাদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা খাতুন এবং সাধারণ সম্পাদক সালমা খাতুন।
সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আনতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। বক্তারা উপস্থিত মহিলাদল নেত্রীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
নেতৃবৃন্দের বক্তব্যে আরও বলা হয়, মহিলাদল হচ্ছে তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তি এবং তাদের সক্রিয় ভূমিকা নির্বাচনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। এ কারণেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটের প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।