ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে যেন দুর্বার গতিতে ছুটছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং গ্রেট একের পর এক ম্যাচে রানের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন। সর্বশেষ হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা। সেঞ্চুরি করেন মাত্র ৩৯ বলে, যা টুর্নামেন্টের অন্যতম দ্রুততম শতক।
এর আগে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলেছিলেন ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৪১ বলে। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে ৪১ বছর বয়সেও প্রমাণ করলেন— “ব্যাট এখনো কথা বলে!”
রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারে তুলে নেন ফিফটি (২২ বলে), এরপর মাত্র ১৭ বলে শতকে পৌঁছান। ডি আর্চি শটের এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় উত্তাল করে দেন হেডিংলির গ্যালারি।
এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ৯৫ রানের বড় ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এবং পরবর্তীতে পেশাদার ক্রিকেট ছাড়ার পর, এবি ডি ভিলিয়ার্সকে অনেকেই ক্রিকেটের পাতা থেকে ভুলতে বসেছিলেন। কিন্তু লেজেন্ডস টুর্নামেন্টে ফের যেন পুরোনো রূপে ফিরেছেন তিনি।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতা ছিল। কিন্তু এরপর তিন ম্যাচে তিন ইনিংসেই ঝড় তুলেছেন।ভারতের বিপক্ষে: ৩০ বলে ৬১ রান, ইংল্যান্ডের বিপক্ষে: ৫১ বলে ১১৬ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে: ৪৬ বলে ১২৩ রান, এই পারফরম্যান্সে ভক্তদের মনে আবারও জায়গা করে নিয়েছেন ‘মি. ৩৬০’।