1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উদ্বোধন শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষণ কার্যক্রম। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ প্রাথমিক শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং বলেন— “হাতের মাধ্যমে অনেক জীবাণু ও সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়া অভ্যাস করতে হবে। এতে আমরা অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকতে পারবো।”

দিবসটি উদযাপন করে কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কালীগঞ্জ অফিস। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাই সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর উপায়। হাত ধোয়া শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট