“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উদ্বোধন শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষণ কার্যক্রম। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ প্রাথমিক শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং বলেন— “হাতের মাধ্যমে অনেক জীবাণু ও সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়া অভ্যাস করতে হবে। এতে আমরা অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকতে পারবো।”
দিবসটি উদযাপন করে কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কালীগঞ্জ অফিস। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাই সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর উপায়। হাত ধোয়া শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ।