1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আড়াইহাজারে বিএসইজেড ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

আড়াইহাজারে বিএসইজেড ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
আড়াইহাজারে বিএসইজেড ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (BSEZ) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী এই অঞ্চলে পরিদর্শনে যান। সফরের শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (BSEZ) কর্তৃপক্ষ তাদের সামনে দেশের বিনিয়োগ পরিস্থিতি, সুযোগ-সুবিধা এবং সম্ভাবনাগুলি তুলে ধরেন।

পরিদর্শনকালে বিনিয়োগকারীরা সরেজমিনে অবকাঠামো, পণ্য সরবরাহব্যবস্থা, পরিবেশ ও কর্ম-পরিবেশ নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তাদের গাইড হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ।

এই সময় সুইডিশ কোম্পানি ‘নিলর্ন’ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে এবং একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য দেশের উন্নয়ন পরিস্থিতি তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের অংশ হিসেবে হয়েছে ‘স্টার্টআপ কানেক্ট’ প্রোগ্রাম, যেখানে অংশ নেয় সারা দেশের প্রায় দেড় হাজার স্টার্টআপ।

বিডার তথ্যমতে, এবারের সম্মেলনে ৪০টি দেশের প্রায় দেড় হাজার বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে ২৫টি দেশের ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট প্রথম দিন তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন।

এর আগে সোমবার বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেড ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। এই সফরের মাধ্যমে তারা জায়গাটা নিজ চোখে দেখছেন এবং একটা ইতিবাচক ধারণা নিয়ে হেড অফিসে ফিরবেন। হয়তো কালকেই বিনিয়োগের চুক্তি সই করবেন না, কিন্তু তারা বলবেন – ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।”

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নচিত্র বিদেশি বিনিয়োগকারীদের সামনে আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট