বাংলাদেশের রেমিট্যান্স আয়ের প্রবাহ চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৭২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার (প্রায় ১.৭৩ বিলিয়ন ডলার) দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০,৭১৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, নভেম্বর মাসের এই সময়ে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৭.৫ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে বিভিন্ন ধরনের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহের চিত্র নিম্নরূপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৬৪ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংক: ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংক: ৯৫ কোটি ১০ লাখ ডলার, বিদেশি ব্যাংক: ৪০ লাখ ডলার।
গত জুন মাসে দেশে রেকর্ড পরিমাণ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসে। তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে প্রায় ১৯১ কোটি ডলারে নেমে আসে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
এরপর আগস্ট মাস থেকে রেমিট্যান্স প্রবাহ আবার স্থিতিশীল হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ওই মাসে ২২২ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর মাসে এ প্রবাহ আরও বেড়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলারে পৌঁছায়। তবে অক্টোবর মাসে তা সামান্য হ্রাস পেয়ে ২৩৯ কোটি ৫১ লাখ ডলার দাঁড়ায়।
অর্থনীতিবিদরা আশা করছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারা ভবিষ্যতে আরও ইতিবাচক অবস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক ও সরকার রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যার সুফল ইতোমধ্যে দেখা যাচ্ছে।
ইউএনবি-এর তথ্য অবলম্বনে