আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হবে। এবার সম্পূর্ণ টিকিট বিক্রির প্রক্রিয়া অনলাইনে হওয়ায় কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না। টানা ৭ দিন ধরে চলবে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।
এর আগে, গত ৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক ঘোষণায় জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার জন্য মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। তবে যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে মোট ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বিশেষ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।