উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে ৬২ বিলিয়ন উগান্ডান শিলিং (প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার) চুরি করেছে হ্যাকাররা। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে। চলতি মাসের শুরুর দিকে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে সাইবার হামলার মাধ্যমে এই অর্থ অবৈধভাবে স্থানান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক সূত্রের বরাত দিয়ে নিউ ভিশন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ ‘ওয়েস্ট’ (waste) এই চুরির পেছনে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি হওয়া অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ব্যাংক অব উগান্ডা বা দেশটির পুলিশের কাছ থেকে। তবে প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি সাইবার হামলার ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
নিউ ভিশন আরও জানিয়েছে, চুরি হওয়া অর্থের অর্ধেকের বেশি সফলভাবে উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, উগান্ডার বৃহত্তম স্বাধীন সংবাদপত্র ডেইলি মনিটর সন্দেহ প্রকাশ করেছে যে এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ ব্যক্তিদের যোগসাজশ থাকতে পারে।
উগান্ডায় ব্যাংক, টেলিকম সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। পুলিশের মতে, গ্রাহক হারানোর ভয়ে অনেক ব্যাংক সাইবার হামলার ঘটনা প্রকাশ্যে স্বীকার করতে দ্বিধা করে।
এই ঘটনা উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতিকে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল সুরক্ষার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা প্রতিহত করা যায়।
উগান্ডার অর্থনৈতিক কাঠামোতে এমন সাইবার হামলা দেশটির আর্থিক খাতের জন্য বড় ধরনের হুমকি। কেন্দ্রীয় ব্যাংক এই ঘটনার পর সাইবার নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিচ্ছে বলে আশা করা হচ্ছে।