1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি মামলার শুনানি ২৭ নভেম্বর - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি মামলার শুনানি ২৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
খালেদা-জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই তারিখ নির্ধারণ করেন।

আজ (বুধবার) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ সময় খালেদা জিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে শুনানি শেষ না হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় প্রাথমিকভাবে ১৩ জন আসামি ছিলেন। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এবং ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালে মৃত্যুবরণ করায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

বর্তমানে মামলার আসামির সংখ্যা ১০ জন, যাদের মধ্যে আছেন, বেগম খালেদা জিয়া – বিএনপি চেয়ারপারসন, আলতাফ হোসেন চৌধুরী – সাবেক বাণিজ্যমন্ত্রী, ড. খন্দকার মোশাররফ হোসেন – সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, এম কে আনোয়ার – সাবেক কৃষিমন্ত্রী, এম শামসুল ইসলাম – সাবেক তথ্যমন্ত্রী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মোয়াজ্জেম হোসেন – হোসাফ গ্রুপের চেয়ারম্যান, নজরুল ইসলাম – সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, মঈনুল আহসান – পেট্রোবাংলার সাবেক পরিচালক, এ কে এম মোশারফ হোসেন – সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি পরিচালনার সময় দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পরবর্তী শুনানি আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে অভিযোগ গঠনের বিষয়ে বিস্তারিত শুনানি হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট