ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় তীব্র শীতে অন্তত ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন ইউএনআরডব্লিউএ এ তথ্য নিশ্চিত করেছে।
ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, শীতের প্রকোপ এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় গাজায় পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে উঠেছে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শীতের তীব্রতা থেকে অর্থবহ কোনো সুরক্ষা পায়নি। তাদের তথ্য অনুযায়ী, গত নভেম্বরের শেষের দিকে মাত্র ২ লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত মানুষ প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী পেয়েছে। কিন্তু এখনো প্রায় ৯ লাখ ৪৫ হাজার লোকের সহায়তা প্রয়োজন।
গত ১৫ জানুয়ারি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ঘোষণা দেন, দোহা, কায়রো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, গাজায় আটক জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তিটি গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
গাজায় শীত ও মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা প্রয়োজন। প্রায় ১০ লাখ ফিলিস্তিনি এখনো বেঁচে থাকার জন্য তীব্র সংগ্রাম করছেন।