যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা তার জনসমক্ষে কম উপস্থিত থাকা এবং বিবাহবিচ্ছেদ নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিয়েছেন। সম্প্রতি মার্কিন অভিনেত্রী সোফিয়া বুশের পডকাস্ট ‘দ্য ওয়ার্ক ইন প্রোগ্রেস’-এ অতিথি হয়ে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
মিশেল বলেন, “নিজের ভালো-মন্দের দিকেই এখন মনোযোগ দিচ্ছি। নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে আমি সচেতনভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছি। এ বছর নিজের জন্য একটি দিনপঞ্জি তৈরি করেছি।”
তিনি আরও বলেন, “কিছু সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু সন্তানদের বড় করার সময় নিজেকে সেই স্বাধীনতা দিতে পারিনি। এখন তারা নিজেদের মতো জীবন কাটাচ্ছে, তাই আমিও নিজেকে সময় দিচ্ছি।”
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান এবং জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুপস্থিতির পর মিশেল ও বারাক ওবামার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। অনেকে তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে দেন। তবে মিশেল এই গুঞ্জন সরাসরি অস্বীকার করেছেন।
মিশেল বলেন, “অনেক নারীই নিজেদের সবার আগে রাখতে অস্বস্তিতে ভোগেন। আমরা নারী হিসেবে একধরনের চাপের মধ্যে থাকি। হতাশা, অপরাধবোধ—সবকিছুর সঙ্গে লড়াই করি। নিজেকে সময় দেওয়া যেন বিলাসিতা মনে হয়।”
হোয়াইট হাউস ছাড়ার আট বছর পর নিজের জীবনযাত্রা নিয়ে আরও স্বচ্ছন্দ হয়েছেন বলে জানান মিশেল। তিনি বলেন, এখন নিজের পরিচয় ও অস্তিত্বকে নতুনভাবে মূল্যায়ন করছেন এবং পরিবার থেকে আলাদা হয়েও নিজেকে গুরুত্ব দিচ্ছেন।