চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের মান যাচাই ও যথাযথ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৪২ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। তবে কাজের গুণগত মান নিশ্চিত না হলে ভবিষ্যতে বিল পরিশোধ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। তিনি প্রকৌশলীদের প্রকল্পের কাজ পরিদর্শন করে উপকরণ ও কাজের মান সম্পর্কে অবহিত করতে নির্দেশ দেন। মেয়র বলেন, “যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের বিল দেওয়া হবে। খারাপ কাজ করলে তাঁদের শাস্তির আওতায় আনা হবে। কোনো কর্মকর্তা যদি টাকার দাবি করেন, তা সরাসরি আমাকে জানাবেন। তাকে শাস্তি দেওয়া হবে।”
সভায় ঠিকাদাররা অভিযোগ করেন, আগের মেয়র ও কাউন্সিলরদের আমলে ঘুষ না দিলে কাজ করতে বাধা দেওয়া হতো। তবে বর্তমান মেয়র ঘুষ বন্ধে কঠোর অবস্থানে আছেন। তিনি ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শহরের উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির আহ্বান জানান।
২০২২ সালের ৪ জানুয়ারি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে চসিকের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পটি অনুমোদন পায়। তবে আগের সরকারের শেষ কয়েক মাস ধরে ঠিকাদারদের বিল পরিশোধ বন্ধ ছিল। বর্তমানে প্রকল্পের কাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।
ঠিকাদারেরা দ্রুত বকেয়া বিল পরিশোধ এবং আগের রাজনৈতিক বিবেচনায় কাজ না পাওয়া ঠিকাদারদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে উন্নত, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।”